যেদিন রাছুলুল্লা হাবিবুল্লা আসমানে গেল

যেদিন রাছুলুল্লা হাবিবুল্লা আসমানে গেল


          যেদিন রাছুলুল্লা হাবিবুল্লা আসমানে গেল ।।

	 সংগে ছদরাতুল মোনতাহা তক্ জিব্রাইল ছিল ।। 

			রাছুলউল্লার যাত্রা পথে, 

			সংগের সাথী ছিল সাথে, 

	তিনি তো ছদরাতুল মোনতাহা হইতে, বিদায় হইল।।

			ইসরাফিলের তখ্য পরে, 

			নবী ছরওয়ারে সোয়ার করে,
	তারে রফ রফ মোকাম পৌঁছিয়া দিল ।।
			রফ্ রফ্ মোকাম হইতে,
			নূরের সত্তর হাজার পর্দা ছিল তাতে, 

	নবী তৌহিদ কলেমা পড়ে পর্দা তুলিল ।।
			নূরের পর্দা জয় করিতে, 

			নবী ডরাইয়া ছিল তাতে, 

	আবু বকর, ওমর, ওসমান, আলীর আওয়াজ শুনিল ।।
			আরশের উপরে যেয়ে, 

			জনাব কিবরিয়াতে পৌঁছে গিয়ে, 

			আহসান আলী বলে দুইজন মিশিয়া গেল ।।