যদি হতে চাও মন অটল কামার ।।
লোহা চিরে ইস্পাত পুরে হাফরে জ্বাল কর ।।
টান দিয়া তোর হাতনে কলে,
ডাকরে মন গুরু বলে,
তোর ইস্পাত যেন যায় না গলে
পরশ পাথর ।।
লোহা যখন হবে লাল,
টান দিয়া উপরে তোল,
দিয়ে লক্ষ্য পোড়া অস্ত্র সারা
সাধনে সুধার।।
বারংবার দিয়ে পোড়া,
করতে হবে ময়লা ছাড়া,
নইলে আহসান আলী বলে খালি,
কয়লা ঠেলা সার ।।