যায় না মনের ধোঁকা সে তো নেহাত বোকা

যায় না মনের ধোঁকা সে তো নেহাত বোকা


    যায় না মনের ধোঁকা সে তো নেহাত বোকা ।।

    ধোঁকার ধাক্কা খেয়ে সোজা হয় না বাঁকা ।।

              দেলে জঞ্জাল মনে কালি,

		কালির উপর প'ল কালি, 

		মন তোমায় বলি উঠাও সে কালি,
					দর্পণ ছাফা হ'লে দেখবি অদেখা ।।
		মন তুমি হলে জন্ম-অন্ধ, 

		হল রে তোর মতি মন্দ, 

		তাই তোমারে সন্দ, না করি পছন্দ, 

					অন্ধ হয়ে দিল্লী যেতে চাও একা ।।
		মন তোমায় জানা গেল, 

		পিতল কিনে সোনা বল, 

		পিতল কিনে সোনা, বলিরে মন-কানা, 

					ভাল বেচাকেনা করেছ শিক্ষা ।।
		শোনরে আহসান তোরে বলি, 

		মুর্শীদ সকীন আলীর চরণ-ধূলী, 

		বিশ্বাস ক'রে মনে লাগাও দুই নয়ণে, 

					হবে চক্ষুদানী পাবিরে দেখা ।।