তুমি যা পার তাই কর গো, সাঁই মোরে

তুমি যা পার তাই কর গো, সাঁই মোরে


তুমি যা পার তাই কর গো, সাঁই মোরে ।।

চরণ দিতে হবে আমারে ।।

      বাঁচায়ে মারগো তুমি,,

   মারিয়া জিন্দাওগো স্বামী, 

   রাখ-মার সে নামনামি, 

		তোমারই এ সংসারে ।।
  বানছার সমুদ্র তুমি, 

সে আশার পিপাসা আমি, 

হাত আমার চরণ-বারি দাওগো স্বামী, 

		যম যাতনা যাক দূরে।।
সকীন আলীর চরণ-তলে,

অধীন আহসান আলী বলে, 

আমি কুল-মান, মান-অপমান 

		সব সঁপেছি তোমারে ।।