তুমি নিদয় হইও না গুরু মোরে ।।
আমার মত দীন-দুঃখী কে আছে সংসারে ।।
আমি অতি দীন-হীন
চরণ দুইটির ভিখারী, - সাঁই গো।
আমি ভিক্ষাজীবী চিরদিনের,
দু-এক দিনের নয়রে ।।
দুঃখ হারা দুঃখ তারা,
বলব না আর দুঃখ-হরা, - সাঁই গো।
তোমার মত নিদয়-নিষ্ঠুর,
ত্রিজগতে নাই রে।।
আহসান আলীর দুষ্ট মতি,
সকীন আলী মোর ভজন- পতি, - সাঁই গো।
নইলে মনের আশা, এ দুর্দশা,
দুরাশা কি হয় রে ।।