তোমায় সৃষ্টি করব বলে, বাসনা ছিল আমার।
গুরু রূপে ছিলাম আমি একা একেশ্বর ।।
অখন্ড গোলক ধামের পরে, ছিলাম একা আসন করে,
তোমায় সৃষ্টি করব বলে, বাসনা হলো আমার ।।
আসিতে পথে বলেছিলে মন, তুমি আমায় করিবে ভজন,
এখন মায়া মহে ভুলিয়া মন, হসনে যেন ছাড়েখার ।।
ঐশ্বি গুনে আমি গুনি, ভক্ত ঐ গুন হারিয়েছ তুমি,
এখন গুরু ভজো হও উৎসগামী, হসনে যেন আর দূরাচার ।।
যখন নাহি ছিল বিশাল বিশ্ব, আমি নিজেই গুরু নিজেই শিষ্য,
সৃষ্টির কারনে হইলাম নিঃস্ব, আহসান আলী কয় বারে বার ।।