সুসংগের সাথী, ছাড় মনোরথী,
নইলে দূর্গতি, হবে নিকটে মরণ ।।
কু সংগে কুজোটে, কু-পাঁকে কুঘটে,
আপনে ঘোটে উঠে-ঘটায় অঘটন ।।
সংগ দোষে দোষি কুসংগেরই ফলে,
পাথর বলে রত্ন ফেলে দেয় জলে,
ফুরাল সম্বল,
কি আর আছে বল্
অসম্বলে আমার ঘটে অঘটন ।।
দিবানিশি কত কু-মন্ত্রণা,
ছলনা, চাতুরী, মিথ্যা প্রবঞ্চণা,
মন্ত্রী ছয় জনা,
দেয় কুমন্ত্রণা,
মিথ্যা প্রবঞ্চণায় আমার দুর্মতি-ঘটন ।।
হয়-হয়-হয়না, হ'তে হ'তে হয়,
কি চমৎকার কথা, প্রাণে লাগে ভয়,
শোনরে আহসান আলী,
তোর ভিতরে ভরা কালি,
শুধু গায়ে নামাবলী করিলে ধারণ ।।