সুদের গোনা মাপ হবে না

সুদের গোনা মাপ হবে না


সুদের গোনা মাপ হবে না, কোরান খুলে দেখ না।।

সুদে, গুদে, মদে মজে সমাজের গোল গেল না ।।
		সুদে হারাম বলে তওবা করিলে 

		দেরী দুনা, লাভ, মুনাফা এ সকল চলে, 

এ সব কাজী মোল্লা এরাই আল্লার খালাতো ভাই দেখ না ।।
		সুদে গুদে সমান গুনা, হাদিস খুলে দেখ না, 

		সুদ খোরের বাড়ী যত আলেমের থানা,
জেনাখোরের খানা খেয়ে উদর ভরে কত মওলানা ।।
		কোরানেতে বলে যে রিবা কেউ ক'রো না সেবা, 

		মাতৃহরণ হবে সুদ খাইবে যে বা, 

ঘুষ খেয়ে ভুষ করে ফেলে আদালতের হক পাওনা ।। 

		হাজী গাজী সুন্নী মওলানা, সুদ খেতে করে মানা,
		ভিক্ষা বলে ঝুলি ভরে বাহ্যি-পায়খানা,
আহসান আলী বলে খালি সুদখোর বলে গঞ্জনা ।।