সত্য সে বাত, নফী এছবাত, আইন প্রচারে

সত্য সে বাত, নফী এছবাত, আইন প্রচারে


সত্য সে বাত, নফী এছবাত, আইন প্রচারে ।।

তারে বাইরে খুঁজে কি হবে, চল ভিতরে ।। নয় দরজা বন্ধ করে,

	দম শুমারে দেখ ধরে, 

	ছয় জনাতে পড়ছে কালাম, 

					অন্তঃপুরে ।।
	ইল্লাল্লা টেনে তোল, 

	লা - ইলাহা বয়ে ফেল, 

	অন্ধকার ঘর হবে আলো, 

	তাজেল্লা নূরে ।।

	দ্বিদম, শনিদম, গুপ্তদমে, 

	জপ ঐ নাম দমে দমে, 

	আহসান আলী লা - মোকামে 

				ধিয়ান করে ।।