শুন ভাই সমাচার, আপনি পরোয়ার,
এ দুনিয়া কি দিয়ে গঠিল।
অন্ধকার ধন্ধকার, কায়াকার নৈরাকার,
চারকার কি দিয়ে গঠিল ।।
ডিম্ব রুপে ভেসে ছিল, হংস রুপে উষুম দিল,
মাকে মা নিরাঞ্জন বলিল ।।
কোন কালিতে মাথার চুল, গঠিলেন রাব্বকুল,
কোন কালীতে কোরান ছাপাইল ।।
ভেবে আহসান আলী কয়, এ ভীষম ভেদ ময়,
আসমান জমিন কোন কালীতে হলো ।।