সহজ প্রেমের প্রেমিক যে জনা,
খুঁজে দেখ না, চিনে ধর না ।।
আছে চিত্রপটে প্রেমের ছবি,
দেখলে তারে যায় রে চেনা ।।
(সে যে) প্রেমের রবি, প্রেমের ছবি,
প্রেমিকের মনোলোভী,
বিজুলী চঞ্চল খুবি,
আকৃতি প্রকৃতি তার কয়।
প্রেম বারি বরিষণ,
হয় গো তারে দরশন,
করে না সে কটকাছারী।
হুঁশিয়ারী সেই জনা ।।
(সে যে) প্রেম সিন্ধু নীরে ভাসে,
'প্রেম'কথাটি ভালভাসে,
থাকে না এ কর্ম-ফাঁসে,
প্রেম-সাধনে অমর হয়।
প্রেমেতে আছে শক্তি,
প্রেমেতে করে ভক্তি,
প্রেমেতে আছে মুক্তি,
অভক্তিতে হবে না।।
(সে যে) প্রেমানন্দে খেলে সদা,
পান করে ওই প্রেম সুধা,
লাগে না তৃষ্ণা-ক্ষুধা,
প্রেম সাগরে ডুবে রয়।
আহসান আলী ছলে কলে,
প্রেম-শহরে যায়গো চ'লে
প্রেম-কথা মুখে ব'লে
ভুলায় কত দীনন্কানা ।।