শেরেক বেদাত যারা ।।
হল আসলে কাফের তারা ।।
রোজা, নামাজ, কলমা, জাকাত,
যে করিবে খোদা ছাড়া;
তারা নমরুদ কাফেরের মত
জুতা খেয়ে যাবে মারা ।।
জাহের বাতেন দুটি শেরেক,
ছেড়ে দিল মোমিন যারা;
আবার দেমাগ ভরে শেরেক করে,
কাফের হ'লে দর্জালেরা ।।
হাজী, গাজী, আলেম, ফাজেল,
যোগী ও সন্ন্যাসী যারা;
তাদের যদিও খবিছি চলন,
পায়রবী নফছ আম্মারা ।।
খোদাই দাবী তকব্বরী করেছে কাফের যারা;
তাইতে আহসান আলী বলে,
শেরেকে করিল দিশেহারা ।