সদায় ডাকরে মন গুরু গুরু বলে

সদায় ডাকরে মন গুরু গুরু বলে


সদায় ডাকরে মন গুরু গুরু বলে।

গুরু বলে দুই বাহু তুলে ডাক হৃদ-কমলে ।।

           গুরুর চরণ স্মরণ করে,

           চলে যাব ভব-পারে, - সাঁই গো।

          আমি মন-সাধে চরণ মালা,

	    	পরেছি এই গলে।।
     গুরু আমার জগতপতি, 

     গুরু ভিন্ন নাইক গতি, - সাঁই গো 

     তুমি অগতির গতি গুরু, 

		   রেখ চরণ-তলে ।।
     গুরু আমার হৃদয়-মনি, 

     মন-প্রাণ ধরে টানেন তিনি, - সাঁই গোল ।

     তারে দেখলে পরে বাঁচি প্রাণে,
		   মরি না - দেখিলে ।।
     সকীন আলীর চরণ-তলে,

     আহসান আলী বিনয় করে, - সাঁই গো। 

     আমার অন্তিম কালে চরণ তলে, 

		রেখ দাসী বলে ।।