সবাই বলে, তাই শুনতে পাই,
নবীজী মারা গিয়াছে।।
মরে নাই রে, জেন্দা নবী,
হায়াতে বেঁচে আছে।।
কুল দুনিয়া যার খাতিরে,
সে মরে যায় কেমন করে
সে কথা বিশ্বাস করে কে?
'আলা আহাম্মদে বে-মীন' নাম যার,
কোরানে আছে।।
আবুবকর, ওমর, ওসমান, আলী শাহ নবীর দামান,
নবীকে গোছল দিয়াছে।
সে কথা মিথ্যা নয় রে, সত্য বটে,
মরার কথা বলতেছে।।
জানতে হয় নবীজীর বেনা,
বার ওফাত খতমখানা,
পড়ে ভূত হসনা আহসান।
ও সে হায়াতউল্লার হায়াতরূপে,
বসে মিশে রয়েছে।