সাধন-সন্ধানপুরে যাবি যদি মন ।।
তবে মদন রাজার রাজ্য ছাড়, ছাড় ঐশ্বর্য-রতন ।।
মদন-মাদনপুরে,
শোষন স্তন্তন করে
যাবি সাধনপুরে,
অটল মণির অটল ভূবন ।।
অমাবশ্যা প্রতিপদে,
দ্বিতীয়ার ঐ অগ্রভাগে,
সাধন অনুরাগী যোগে জাগে,
পাবে প্রেম-ধন।।
আহসান আলী আমানত
খিয়ানত করলি কত,
চেতন গুরু ধরে চিনেনে
রে অমূল্য রতন ।।