সাধ রে, সাধনা কর, সাধ সাধনের মূল ধরে ।।
নইলে হবে না ফল, সবই বিফল, সব যাবেরে রসাতলে ।।
গুরুর চরণ সাধনের ধন,
কৈতব নয় সে, অকৈতব ধন,
তা জানে রে সাধু মহাজন,
ধিয়ানে অমৃত ফলে ।।
শিব শংকর ব্রহ্মা আদি,
তারা চরণ সাধে নিরবধি,
সাধনে হইয়া সিদ্ধি-
সদা রয় ঊর্ধ্ব মূলে ।।
অধীন আহসান আলী বলে,
গুরু-সাধনে সিদ্ধি হলে,
ব্রহ্ম-ফল তাহার ফলে,
নিত্যধামে যায়গো চ'লে ।।