রাই পদে হয় মদন মোহন ।।
রাধার ভাব আশ্রয় ভাব রয় সর্বক্ষণ ।।
শ্রী রাধার ভাব অথই গভীরি,
তাতে ডুবেছে শ্যাম শ্রীগৌরি হরি,
নদীর মধ্যে ঠিক,
রেখ প্রেম রসিক,
তাতে ডুবে ভাসে শ্রীনন্দের নন্দন ।।
ব্রজ লীলা গোপীর ঐ সনে,
মাঙ্গে প্রেম-ভিক্ষা শ্রী বৃন্দাবনে,
গলে প্রেম-হার,
জলে দেয় সাঁতার,
হরি হরে গোপীয় বস্তুধন ।।
কালিদহের কালো জলেতে,
আছে হলাহল বিষ গরলামিতে,
কালি হ'ল কাল,
হরি হলধর,
বিষ পান করে সুধা রতন ।।
চূড়ায় ধড়ায় লেখা রাধার নাম,
রাধার চারি যোগে চরণ পূজে শ্যাম,
আহসান আলী কয়,
ওহে শ্যাম রায়,
তুমি নারীর পায় ধর, শ্রী নন্দন ।।