রাছুলেরি দীন, সত্য সেহি দীন, আমি দীন হীন,
আছি সেই দীনের আশায় ।।
আমি কবে সেই দিন পাব, নবীর উম্মত হব,
নবীর উম্মত হলে খোদার বান্দা হওয়া যায় ।।
বৃথা কাজে দিন গেলরে দিন বয়ে,
না সাধিলাম দীন, দীনের অধীন হয়ে,
হ'লাম মূশরেক বেদীন ত্যাগী মুত্তাকীন,
লানতের ফাঁসি পরিয়া গলায়।।
সনাতন ধর্ম জাহেরা করিতে,
এসেছিল নবী আরব্য-ভূমিতে,
নামেতে ইয়াছিন, হইয়ে অচিন,
মোহাম্মদী দীনের মশাল জ্বালায় ।।
দীন-দুনিয়ার বাদশাহ নবী দোজাহান,
উতারিল যারে হাদীছ-কোরান,
শোনরে আহসান, ফানাতু-ফরমান,
মানকানা আয়াতে এ দীন-দীনকানায় বাতায়।।