পুরা গুনাহ দুনিয়ার করা মহব্বত ।।
দুনিয়া তরক করা পুরা এবাদত ।।
জানানা জমিন মালে,
খোদা-রাছুল ভুলে গেলে,
নফস শয়তানের তরে ভুলে আখেরাত ।।
এশকের তলোয়ার ধ'রে,
নফস আম্মারা কতল ক'রে,
এছমে-আজম প'ড়ে বাঁধ হে নিয়ত ।।
আহলে দুনিয়া খাঁটি,
না-চিজ পায়খানার টাটি,
আহসান আলীর পিছের গুটি লাল ত্রি হয় চিত ।।