পথহারা হায় রে মন, বিপথে আর যেও না

পথহারা হায় রে মন, বিপথে আর যেও না


  পথহারা হায় রে মন, বিপথে আর যেও না ।।

  বারে বারে করি মানা, কেন শোন না ।।
		জাহেরা পথ নবুয়তে, 

		পুশিদার পথ বেলায়েতে, 

		ছফিনার ভেদ ছফিনাতে, 

				ছিনার ভেদ রয় ছিনা ।।
		রসতন্ত্র জড় জগতে, 

		শুদ্ধ সাধক জান তাতে, 

		শুদ্ধ সাধক অদৃশ্য জগতে, 

				জান রে সাধক-জনা ।।
		তফসির বৈ 'জবী' বিছে, 

		ইহার ভেদ খোলসা আছে, 

		জানতে হয় কামিলের কাছে,
				সকলে তা জানে না।

		সেরাতল্ মোস্তাকিম বলে, 

		দেখনা ভাই কোরান খুলে, 

		সোজা পথ না চিনিলে, 

				পাবা না সাঁই রব্বানা ।।
		আহসান আলী চিশতীয়াতে, 

		চলেছে তাই নিস্তার পেতে, 

		তোরা কে যাবি আয় আনন্দেতে, 

				নিরানন্দ রবে না ।।