পড় নামাজ আপনার মোকাম চিনে

পড় নামাজ আপনার মোকাম চিনে


জেনে শুনে পড় নামাজ, নবীর মিম্বার আছে যেখানে ।।

	নামাজ হবে আপনা আপনি, 

	নিগূঢ় ভেদ লওগে জানি, 

ছয় লতিফা জেকের করে মোরাকাবায় বসিলে।

	নয় দরজা বন্ধ করে 

	ইল্লাল্লার জেকের ধরে, 

দম শুমারে নামাজ পড়, পড় নামাজ শুমারে ।।

	খুলে যাবে এশকের তালা, 

	দেখতে পাবে নূর তাজেল্লা, 

সামনে দেখবি আল্লা, দেখবি রে দুই নয়নে।

	নিরাকারে সেজদা দিলে, 

	শেরেকী কয় দলীলে, 

আকারেতে সেজদা দিয়ে বসে থাক এক মনে ।।

        বর্জোখ ছাড়া নামাজ পড়া,

	খোদা ছাড়া সেজদা করা, 

বর্জোখের ভেদ আছে খোলা, মারাজাল বাহরাইনে।

	আহসান আলী বলে, ও মন, 

	করলি না সেজদা নিরূপণ, 

(তোর) লা-মোকামে সেজদা আদায়, লিখেছে খাস্ কোরানে ।।