প্রেম স্কুলে পড়লে রে মন, যেথায় হবে প্রেমের পড়া।
আরবী উর্দু ফার্সী বাংলা, ঐ স্কুলে নেয় না তারা ।।
গুরু শিষ্য প্রেমের স্কুল, পড়তে যেন হয় নারে ভুল,
জ্যামিতি আর অংক ভূগোল, চাই শতকের বিচার করা ।।
ব্যকরন নাই ঐ স্কুলে, ভজন আর সাধনে মিলে,
হৃদ বচনে হৃদয় খুলে, পড়তে হবে তোমার অক্ষর ছাড়া ।।
বিশ্বাসের এক কিতাব লয়ে, ভক্তি ভাবে যাও পড়িয়ে,
প্রেমের একটি কলম ধরিয়ে, দেখবি গুরুর ছবি ড্রইং করা ।।
আহসান আলী না পড়িল, বৃথা কাজে দিন মোর গেল,
কত মুনশী আলেম ফেল করিল,
টাইটেল পাশ কত মওলানারা ।।