পিয়ালা কবুল কর সুশান্ত শুদ্ধ ঈমানে ।।
মিলবে সে জাত খোদারই জাত, ছেপাতী নূর নবীর দীনে।।
চার পিয়ালা কবুল করলে,
রাগের তালা যাবে খুলে,
অচিন মানুষ খেলে দেখবি,
এই মানুষের তন-ভূবনে ।।
জহুরী জব্বরী নূরী,
ছত্তরী পিয়ালা চারি,
কবুল করে হুঁশিয়ারী,
হবে নির্বিকারী সুধা-পানে ।।
কয় চিজে শরাবন তহুরা,
করেছেন পিয়ালা পুরা
ভেদের ঘরে চাবি মারা,
আহসান আলীর দেল-মোকামে।।