ফরমান হযরত নবী বে-তরীক

ফরমান হযরত নবী বে-তরীক


ফরমান হযরত নবী

বে-তরীক ইব্লিসের গোলাম, 

		নামাজের ভুল জান সেতাবি ।।
খুঁজে দেখ শরীয়তে, 

তার লাগায়ে তরীকতে, 

কর্ম সারা হকীকতে, 

		ফানাফিল্লা হয়ে যাবি ।।
চৌষট্টি রাগ রাগের করণ, 

ভাব সদা রূপ সনাতন, 

শুদ্ধ হবে এই দেহ-মন, 

		নূর-তাজেল্লা দেখতে পাবি ।।
চেয়ে দেখ জাত-ছেফাতে, 

বরজোখ দেখ কোরানেতে, 

সেই রূপ বন্ধ হ'ল আদমেতে, 

		আজাজীল হল খারাবি ।।
ঠিক রাখিয়া হকীকতে, 

পড়গে নামাজ হুজুরেতে, 

ভুল না মন দম-বাজীতে, 

		আহসান আলী-বে ইনসাফী ।।