ফানাফিল্লার ঘাটে যাওয়া সহজ নয় ।।
কত জন ঘাটে গিয়ে চুবনী খেয়ে দৌড় মেরে পালায়ে যায় ।।
কহিয়াছেন রাছুলউল্লাহ,
যে যাইবে ফানাফিল্লা,
হবে রে তার চেল্লাবেল্লা, ইল্লাল্লার নাম ক'রে সার।
দম্ কষে সেই দেওয়ানা,
হয়ে যায় ফানা ফানা,
চিনিয়া অচিনারে অচিনে সে মিশে যায় ।।
ফানা-বাকার মানে শুন,
আপনাকে ফানা জান,
বাকি মাত্র, নিরঞ্জন, মালেকুল মুল্লুকে সাঁই।
দুনিয়া জাহান ফানা,
বাকি মাত্র, পাক রব্বানা,
চর্ম-চক্ষু ক'রে কানা, তারে দিব্য চক্ষে দেখতে হয় ।।
ফানাফিল্লার ঘাটে গিয়ে,
ইল্লাল্লার মুদগার নিয়ে,
আচ্ছা মত পিষ গিয়ে, নাস্তা-নাবুদ হ'তে হয়।
আহসান আলী বলে খাঁটি,
থাকবে না তার ফটিফুটি,
দূর করে ময়লা মাটি, আসল খাঁটি হতে হয় ।।