পারে কে যাবি সে চ'লে আয় ।।
আমি এক নতুন মাঝি ভাই ।।
আমি হলাম দাদা-মাঝি,
কত নৌকা বেয়েছি,
কত শত নদীর বাঁক সোজা করেছি।
উঁচু সোজা মারি ঠেলা
ত্যাড়া বাঁকা বুঝি নাই ।।
নৌকা বেয়েছি গাঙ্গে,
সে তো মহা-তরঙ্গে,
আমার কেমন মাঝিগিরি জানে মা-গঙ্গে।
চৌদ্দ বারে সদ্য ডুবি
ডোবাডুবির ব্যবসায় ।।
ভেবে আহসান আলী কয়,
মাঝিকে ইনাম দিতে হয়,
সাধু-গুরুর আইন মতে বিচারে যা পায়।
নইলে মাল-কোরকী ডিগ্রী-জারী,
দন্তক হবে শুনতে পাই।।