ওই দেখা যায় স্বর্ণ-গিরি

ওই দেখা যায় স্বর্ণ-গিরি


               ওই দেখা যায় স্বর্ণ-গিরি ।।

         চৌদ্দ ভূবন চার মঞ্জিলে, মাঝখানে তার রূপের ঘড়ি

                 ছাদরাতুল মোনতাহা পরে,

		সপ্ত তালার হাওয়ার ঘরে, 

		মাঝখানে তার ঘড়ি ঘুরে 

					ঈশান কোণে মক্কা-পুরী ।।
		আবের ঘর আতশের থানা, 

		লোভী-কামী যেতে মানা, 

		প্রহরী তার ষোল জনা, 

					বয়তুল্লাতে খোদ বাজারী ।। 

		কাটা-কষা তিনটি তারে,

		কলকুঠরী হাওয়ার ঘরে, 

		ভাটা জোয়ার তার ভিতরে, 

					করণ ভারী নির্বিকারী।।
		মৃনালেতে কাম-কুঠরী, 

		তার উপরে স্বর্ণ-গিরি, 

		আহসান আলীর জীবন-পুরী 

					হ'ল বুঝি দিন আখেরী।।