ও যার মন ভাল নয়, দেখতে ভাল

ও যার মন ভাল নয়, দেখতে ভাল


ও যার মন ভাল নয়, দেখতে ভাল, তার সনে প্রেম ক'র না।।

শেষে ফাঁকি দিয়ে চলে যাবে হীরালাল মতির দানা ।।
	মাকালের ফল দেখতে ভালো, 

	উপরে লাল ভিতরে কালো, 

	কি সুন্দর দেখতে ভাল, 

			ঘিন্নায় কেউ পুছে না ।।
	শটের সঙ্গে প্রেম করা, 

	উলু বনে সাঁতার দেওয়া, 

	মন দিলে প্রাণ দেয় না তারা, 

			করে কত লাঞ্ছনা ।।
	শোনরে আহসান বলি তোরে, 

	যদি ডুবতে চা'স প্রেম-সাগরে 

	তোরে হাত ধ'রে 

			কেউ তুলবে না ।।