নয়নে নয়নে রূপ যে দেখেছে নয়নে

নয়নে নয়নে রূপ যে দেখেছে নয়নে


নয়নে নয়নে রূপ যে দেখেছে নয়নে ।।

ভোলেনা সে কোন ভোলে, ভূলে সে থাকবে কেনে।।

	সে রূপ নয়নে হেরি, 

	ভুলে কি থাকিতে পারি, 

	মরি, কি রূপ মাধুরী, 

			আলো করে কিরণে ।।

	সাধনে উদাস হয়ে, 

	গুরু-রূপে নয়ন দিয়ে, 

	চাতকীর মত চেয়ে, 

			আছি গো চরণ পানে ।।

	কদম্ব গাছের তলে, 

	বিনা তেলে বাতি জ্বলে, 

	স্বরূপ রূপে দ্বিদলে, 

			আলো করে মন-গহণে ।।

	অধীন আহসান আলী বলে, 

	গুরু-রূপের বাতি জ্বেলে, 

	রাখিয়াছি হৃদ-কমলে, 

			গুরু বৈ আর কে জানে ।।