নফী-এছবাত মুখের কথা নয় ।।
সেই জেকেরে দম কষে ওজুদ ফানা করতে হয় ।।
মুখে লা-ইলাহা কবে যবে,
ফানি চিজ সব ভুলে যাবে,
ইল্লাল্লা ব'লে কলবে,
জরব মারতে হয়।।
দশ মোকাম একত্র ক'রে
জেকের সুলতান আসগর সেরে,
ঐ রূপ দেখবিরে ধিয়ান ক'রে,
অজুদে লা-ইলাহা কয় ।।
অধীন আহসান আলী বলে,
ছাব্বিশ দায়রা পার হইলে,
আশেকেতে মাশুক মিলে,
দু'য়ে আনন্দেতে রয় ।।