নবীর তরীককে মানা দেল কেতাবে

নবীর তরীককে মানা দেল কেতাবে

নবীতত্ত্ব

নবীর তরীককে মানা।।

দেল কেতাবে যায় জানা ।। 

কোথায় আল্লা, কোথায় নবী, 

কোথায় রে ফাতেমা বিবি, 

		একই তিন জনা। 

তার প্রমাণ আছে কোরান শরীফ, 

		লাম-আলেফ তার নিশানা।।

আকার-সাকার বল যারে,

লাম-আলেফ হয় কোন আকারে,

		মীমকে চিনলে না।

সাঁই নিজে, মীমকে ভ'জে,

		মীমের পর বারামখানা।।

আলেফ-লামের একই গোড়া,

মীমেতে সাঁই আছেন খাঁড়া,

আহসান আলী দিশেহারা,

		তরিক বৈ আর বুঝে না।

এবার মীম না চিনে, তরিক মেনে,

		শুধুই হ'ল দীনকানা।।