নবীর সাথে দীনের পথে চল।।
যার দাওন ধ'রে কলমা পড়,
সে বিনে তোর কে আছে তাই বল।।
পীর চিনেনা কলমা পড়ে,
ভূতের মতন দাওন ধরে,
তারা বে-পীরা এই ভবের পরে,
বে-পীরার পীর শয়তান বুঝি হ'ল।।
মুসলমানী পঞ্চবেনা,
ইমাম হারা বে-ঠিকানা,
মুখে পীর বলে, নবী চিনে না,
এই ঝলসাকানা বাধায় গন্ডগোল।
শাফিউল উম্মতি নবী,
খোদার বান্দা জান সবি,
খোদে-খোদা তাইরে ভাবি,
আহসান আলী চোখের পর্দা খোল।।