নবীর নূরে ছারে জাহান শুনতে পাই।
কুল্লে নবী আছে ঘেরা, আমাতে কি নবী নাই।।
আসমান-জমি, পবন-পানি,
চন্দ্র-সূর্য, দিন-রজনী,
নূরেতে পয়দা করলেন সাঁই।
আরশ-কোরশ, লৌহ-কলম,
নূরে মাখাজোখা সর্ব ঠাই।।
নূর-সেতারা, নূর জহুরা
নূর তাজেল্লার তাপে পোড়া,
গিয়াছে কোহতুর পাহাড়।
লা-মোকামে নূরের আসন,
নূরে নিরঞ্জন ঘেরা রয়।।
নূর মানে সেই নিরঞ্জনে,
জানা যাবে নূর-ভিয়ানে,
খোদা ছে নবী নয়রে জুদা!
আহসান আলীর মনের দ্বিধা,
কিন নিতে সে নূর দেখলে কি সে যায়।