নবীর নূরে চৌদ্দ ভূবন হয় ।।
চৌদ্দ আওরত করলেন শাদী,
তারা কি তার নূর নয় ।।
জন্ম হ'ল তার বীজেতে,
জাহের আছে সংসারেতে,
দেখ তুমি দলীল খুলে,
মনে যদি সন্দ হয়।।
বীজ মানে সেই বৃক্ষ-নবী,
দিল ধুড়িলে জানতে পাবি,
কার কার বীজে চৌদ্দ বিবি
পয়দা করলেন দয়াময় ।।
যারে বল হায়াত নবী,
কি রূপ তার, কেমন ছবি,
আহসান বলে, সকীন আলী
সেই কথা বল আমায় ।।