নবীকে চিনে নিতে হয়

নবীকে চিনে নিতে হয়


নবীকে চিনে নিতে হয় ।।

নবী না চিনিলে বৃথা জনম,

		সত্য বৈ আর মিথ্যা নয় ।।
আউয়ালে আখেরে নবী, 

জাহেরে বাতেনে নবী,

যে নবী আদম ছফী,
         সেই নবী এই মদীনায়।
নাম শুনে লয়রে চিনে,

ইয়ার বলি সেই জনে,

ইয়ার হলে ইয়ার চিনে,
			নইলে ইয়ার কে চিনায়।। 
ইয়ারী সে ইয়ার চিনে, 

বে-ইয়ারী চিনবে কেনে,

শিশাগড় জহুরী চিনে?
			চিনবে কি, তার গরজ নাই !
নবীকে রাখিয়া কোণে,

খোঁজ গিয়া বনে বনে, 

হায়াতুল মোরছালীন,
			জেন্দা নবী, মুর্দা নয়।।
গাছে বীজে একই অংকুর,

আলেফ-লামেতে সে ঘুর, 

ঘোরাফেরা সে বহু দূর,
			মুরশিদ ভজিলে পাওয়া যায়।।
নবী নবী সবাই বলে,

সে নবী নেহারে চলে, 

খুঁজে কি তাঁর চিহ্ন মেলে, 
			শোনরে আহসান বলি তাই ।।