নবীকে চিনে নে-না, মনরে সোনা

নবীকে চিনে নে-না, মনরে সোনা


নবীকে চিনে নে-না, মনরে সোনা,

		দিন থাকিতে দিনের বেলা ।।

পীর মানে সেই দীন-পয়গম্বর, সেই ঘরের ঘর,

		দিনমনি বাতি জ্বালা।।

মানুষ রূপ ধারণ করি বাড়ি বাড়ি

		আইন জারী করেছেন তিনি,

পীর ধরে চিনেনে-রে সাবেত করে,

		অলিয়েম মুরশিদে-আল্লা।।

দীনের তিন নোক্তা আছে, পীরের কাছে,

		জেনে নিতে হয় নিরালা।

জানগা নূর শহুদ-অজুদ,

		দীন মোহাম্মদ নবীরূপে কালুবালা।।

আলেফ-লাম-মীম পড়িলে গোলেমালে,

		পড়ে ভুলে যায় কাজী-মোল্লা। 

মীম ছাকিন করে ফেলা, লা একেলা,

		হকিকতে আহসানউল্লা।।