নবীজীকে মুরীদ করলেন জাহের

নবীজীকে মুরীদ করলেন জাহের


নবীজীকে মুরীদ করলেন জাহের বাতেনে।।

ওয়ালিয়েম মুরশীদ-আল্লাহ বলে সেই জন্যে।।

     মেহের করে নবীজীরে,

  শাফায়াতের ভার দিলেন তারে, 

মহর-নবুয়তের নকসা করে, 
			ফানা ফাইয়াকুনে।।
একিন দরখত পরে, 

ছুরা আহাম্মদের দর্পণ ধরে, 

নবী মুরীদ পড়ে সেজদা করে, 

			রাব্বুল আলামীনে।
রদ কবুল কলেমা কিয়ে, 

বে-খুদী পিয়ালা পিয়ে, 

করে এশকোবাজী, কী কারসাজি 

			দেখ না সামনে ।।
আখেরে আবদুল্লার ঘরে, 

নবী নূরের আইন জারী করে,

কত কাফেরী দাগ গেল দূরে, 

			আহসান আলী তাই ভনে।।