নবী না চিনে আমার,
হয় না উপাসনা'রে ।।
আদি বংশ, নূর অংশ,
হজরত নবী এ মদীনায়।
এলো ছিনায় ছিনায়, এ দুনিয়ায়, রইলেন নবী গোপনে।।
গুপ্ত রূপে একা যবে
ছিলেন খাসেদ পরওয়ার।
বসে ভাবে একা, দোস্তী সখা,
নবী দোসর হলেন তৎক্ষণে।।
আইন জারী কুল-আলমে
চাকি কলমা পড়ে জীব যারা।
বে-কলেমা আহসান আলী,
শয়তানী খান্দানে।।