নবী দীনের রাছুল, হলেন খোদার

নবী দীনের রাছুল, হলেন খোদার


নবী দীনের রাছুল, হলেন খোদার মকবুল।।

সে যে আহাম্মদের গাছে ব'সে নূরের বুলুল্।।

পূর্ব-পরে নিরন্তরে,

সাঁই ভেসেছিল নৈরাকারে,

বটপত্র পরে, ভাসলেন আশ্রয় ক'রে

নবী নিহেতু সাগরে হেতু সমতুল।।

অনাদি সাঁই আদ্য নূরী,

ছিলেন ব্রহ্ম-অবতারী,

গম্বু বুঝা ভারি, ময়ুর ময়ুরী,

লীলাকারী যার স্বর্গ মহীতুল।।

আগমে বিছ বিছমে নূরী,

আল্লাহর গাছে পঞ্চ নূরী,

এই সব কথা শুনলে ঘোরে মাথা,

মক্করুল্লার কথা নামে রদ-কবুল।।

আউয়াল আখেরে নবী,

জাহেরে বাতেনে নবী,

কুন ফাইয়াকুন নবী, নবী আদম ছফী,

আহসান আলী এমনি করিস কেন গোল।।