নামাজের এক মানে আছে

নামাজের এক মানে আছে


নামাজের এক মানে আছে গুরুর কাছে,

			খুঁজলে সে ভেদ মিলতে পারে ।।

ছিনা-ছফিনা ধরে মিলন করে

		শোধ লিখেছে তিন অক্ষরে ।।

আলেফ-লাম-মিম ছফিনার মানে,

ছিনা-আল্লা মোহাম্মদ আদম তিন জনে।

এই তিন ভেব না ভিন, রয় চির দিন,

		যুগ-যুগান্তরে একান্তরে ।।

দায়েমী দীপান্তরে, নামাজ পড়ে আইন জোরে বেহাল বেশে।

লা-ইলাহা দমে দমে, মিম মোকামে,

		আত্মা খুঁজে সেজদা করে ।।

না চিনিয়া আপনারে,

জুম্মার ঘরে নামাজ পড়ে, ইমাম হয়ে।

আহসান আলী মজুর বটে, ইমাম বটে,

		পরকে বুঝায় নিজে বুঝতে নারে ।।