নামাজের এক আত্মা আছে

নামাজের এক আত্মা আছে


নামাজের এক আত্মা আছে,

আত্মার নামাজ আসল নামাজ দীনের নবী বলে গিয়েছে ।।

আত্মার নামাজ আসল নিহার দেল হুজরী যারে কয়,

আত্মা ছাড়া মুর্দা নামাজ জাহেরে বাতুনে কয়,

কত জনা পরছে নামাজ দেল হুজুরী হাদিস বোঝাই গাড়ী গাড়ী,

জমিদারী সং সাজাইছে ।।

ভিতরেতে নাইরে নামাজ, বাহিরে তার নয় বার,

বেনা গেল্লা নক্সা চুরি হীরা উল্লাহ দাগাদার,

তাই বলি হে বেশ মুরালী ঘুচিল না মনের কালী,

কালী খোলা আহসান আলী, দাগাবাজী জানা গেছে ।।