নামাজে পঞ্চ ওয়াক্ত কেন হইল ।।
কোন্ কোন্ ওক্তে কোন্ কোন্ ব্যক্তি নামাজ পড়িল।।
যদি বলতে পার, বল মোরে,
আন্দাজী কথা শুনব না রে,
সে ভেদ যে হাদীছে লেখা আছে, সে হাদীছ খোল।।
পঞ্চ ওয়াক্ত পঞ্চ মেরাজ,
দিদার করেন পাক-বেনিয়াজ,
কোন কোন সময় কার কার সাথে দিদার দিল ।।
ভক্তি-ভেদ না জেনে আহসানালী,
ভক্তি প্রেমের জাগ-জানালী,
এবার আন্দাজী ভক্তিতে মুক্তি কে কোথায় পেল ।।