নামাজ পড়ব বলে ওজু করে বসে আছি

নামাজ পড়ব বলে ওজু করে বসে আছি

নামাজতত্ত্ব

নামাজ পড়ব বলে ওজু করে বসে আছি মাস খানেক হলে।।

দেল-মোল্লাজীর আজান শুনি, নিয়ত নাই কাছা খুলে ।।

        এক কানা বেটা ইমাম হয়ে

	হিজরা গুলা পিছে থুয়ে, 

আগাগোড়া না বুঝিয়া কান মলিয়া খাড়া হয়।

	কানা তোর নাই রে ঈমান, 

	হিজরা তোর নাই রে সে কাম, 

আখেরে হবি হয়রান, নিয়তের গোলমালে ।।

       আত্মা খোঁজ মোকাম ধরে

	ইব্রাহিমের মসলা প'ড়ে, 

নিজ তনে নিয়ত বাঁধ, মন-মুত্তাকি নামাজী।

        নোক্তাকে ওয়াক্ত ক'রে

	হর জুম্মা ইছাপুরে, 

দম-দমেতে আদায় কর ফরজ ছুন্নত নফলে ।।

         বেহেশতে যাওয়ার আশা ক'রে,

	যে মুসল্লী নামাজ পড়ে, 

আওরত মেছেল তারে বলে, হাদীছতে দেখা যায়।

         বে ফরমানি জুয়া চুরি,

	সে নামাজ নয় হজুরী, 

আহসান আলী দাগাবাজী, নামাজের ওয়াক্ত হলে ।।