নাকের দুই দিকে দুই ফোড়া

নাকের দুই দিকে দুই ফোড়া


নাকের দুই দিকে দুই ফোড়া, ফকিরের গোড়া,

				ভজন-সাধন সারা, চেনে সাধক যারা ।।
যেজন হাওয়ার করণ করে, হাওয়া ধরে চলে, 

				রূপ নগরে নিহার করে গো তারা।।
	ঘোরেফেরে হাওয়া ডাহিন আর বামে,
	এক নামেতে বসে-উঠে, আর এক নামে,
				রূহ ইনছানী বায়ু,
				জীবন পরম-আয়ু,
	সপ্ত দিনের ফল, গণে দেখনা তোরা ।।
	চারি বিচ্ছু বৎসরেতে তিন তিন মাসে,
	যোগ-মাহিন্দ্রী যোগে যায় আর আসে,
				যদি না আসে তিন দিন,
				মউতেরই চিন, 

	তিন মাসে তিন, দিন থেকো চেতন পাহারা।।
	যাওয়া-আসা দুই নাম করিয়া সাধনা, 

	হাওয়া কালি, আহসান করিয়া দেখনা,
				তোর অবশিষ্ট কালি,
				মুর্শীদ সকীন আলী,
	ছেড়ে গেলে পড়ে রবে খাকের পিঞ্জিরা।