মুর্শিদ-মক্কায় হজ করিলে অচুলে হক

মুর্শিদ-মক্কায় হজ করিলে অচুলে হক


মুর্শিদ-মক্কায় হজ করিলে অচুলে হক রাছুল মিলে ।।

আছে মক্কাতে খোদ খোদার রাছুল কাবাতু বর্জোখ দলীলে ।।

         মক্কায় গিয়ে হাজী হব,

	দাগাবাজী দূর করিব, 

	খোদা-রাছুল প্রাপ্ত হব, 

				লাব্বায়েক ব'লে।
	নাহ'নু আকরাব বলে, 

	কোরানে সাঁই খবর দিলে, 

	হাদীছ দলীল দেখরে খুলে, 

				মান আরাফা নফছাহু বলে ।।
	নাফাক তো ফিহে বলে, 

	খোদার আরশ এই কালেবে, 

	খুঁজে নিলে দেখতে পাবে, 

				মক্কা মদিনায়।
	দেল কাবাতে হজ করিলে 

	হাজার হজের ছোয়াব মেলে, 

	কাজ কি তোর নফলে, 

				আসল হাজী কৈ হ'লে ।।

	মোতাশাবেহা আয়াতে 

	কাবা বর্জোখ লেখা তাতে, 

	আসল নকল দুই মতে, 

				আসলে আসল। 

	অলিয়েম মুর্শীদে খোদা, 

	মোকাম মাহমুদে হয়ে জুদা, 

	লা-মোকামে হয় আদায়, 

				আহসান আলী সেজদার কালে ।।