মুরশিদ-আল্লাহ লা-ইলাহা-ইল্লাল্লা ।।
তারে দেখিয়া নয়নে ডাকরে জবানে,
দূর হবে লানতুল্লা ।।
অলিয়েম মুর্শীদা বলে,
কোরানে সাঁই খবর দিলে,
জ্ঞান-বাতি হৃদয় জ্বেলে,
নয়ন খুলে দেখনা।
খোদা খোদ গুরু, খোদ মুর্শীদ মাওলা,
হেদায়েত করনেওয়ালা,
নবী আদমেরে তালকীন করে
দিয়াছেন খোদ পিয়ালা ।।
নকশাবন্দী কাদেরিয়া,
চিশতিয়া আর ছরোয়ারিয়া,
চার পেয়ালা কবুল কিয়া,
চার পীর চৌদ্দ-খান্দানে।
জহুরী জব্বুরী নূরী,
ছত্তরী পিয়ালা চারি,
খোদ বারী করলেন জারী,
জাজনে রাছুউল্লা ।।
গুরু কভু মনুষ্য নয়রে,
মানুষ বলে যে ভজন করে,
সেই অসতীর নাইরে গতি
পতি ছেড়ে চায় উপপতি।
আহসান আলী বলে বাণী,
হয়েছি মুই কলংকিনী,
মুর্শীদ সকীন আলীর চরণখানি,
করিয়া অবহেলা ।।