মন-আগুনে আমি আর কত জ্বলিব

মন-আগুনে আমি আর কত জ্বলিব


                   মন-আগুনে আমি আর কত জ্বলিব-রে ।।

                    মনের আগুন জ্বলছে দ্বিগুণ,

					জ্বলছে যেমন হুতাশন, 

		দয়ার মুর্শীদ বিনে পুড়িয়া মরি রে ।।

		সূরাসূরে ঐক্য করে 

		ব্রহ্মা-অগ্নি জ্বালিছে-রে,
  দিলে চরণ-বারি ঠান্ডা করি, নইলে দাহ হবে রে।।
		আশার আশে আছি বসে,
		আসা-পথের পাশে,
  এসো হৃদয়-মন্দিরে গুরু তোমারে রাখিব রে ।।
		আহসান আলী কেঁদে কয়
		আমি কি তোর কেহই নয়,
  তুমি বাঁচাও বাঁচি, নইলে মরি, মলে না ছাড়িব রে ।।