মিছে অসার সংসার মায়াজালে

মিছে অসার সংসার মায়াজালে


মিছে অসার সংসার মায়াজালে ।।

 আসা-যাওয়া যে মন্ত্রণা গিয়াছ মন ভূলে ।।

		ভাই বন্ধু দোস্ত যারা,
		মলে পরে বলবে মরা,
(মন রে)কুলের কুলবধূ ছোঁবে না তারা, মরা মরা ব'লে ।।
		গুরুর চরণ সাধনার ধন,
		একদিন তা হল না স্মরণ, 

(মন রে), কসবীরখানা দেখতে মানা, হাদীছ দলীলে ।।
		দাসখতের আসামী হয়ে, 

		খাটনী-পত্র লিখে দিয়ে, 

(মন রে), মাস-গাবীতে আহসান আলী, খাটবে গুরু ভুলে ।।