মানুষকে মানুষ বলা উচিত নয় ।।
এই মানুষ, সেই মানুষ, মানুষ বল্লে একই প্রায় ।।
বলেছেন আল্লা হাদি,
আলা কুল্লে সাঁই মোহিত,
দেখা উচিত, দেখ হে কোরানে।
সেই মুহিত কি আমি মুহিত বুঝে দেখ মনে।
কেবা দেখে, কেবা শুনে,
বাঁশি বাজায় কোন জনে,
হাঁঠে, পাও চালায় কেবা, কেবা ব'সে কথা কয় ।।
শোন সেই মানুষের কথা,
মানুষ নয় আলোকলতা,
লতায়-পাতায় আছে মানুষ গাঁথা,
মানুষ ভিন্ন মানুষ ধরা, ধরেছে কেউ কোথা।
জলে জল হয় উৎপত্তি,
মানুষ হয় সেই আকৃতি,
আহম্মদের কদে হাদি আদম আহাদ বলা যায় ।।
যে জানে মানুষ-তত্ত্ব,
সে জানে পরম তত্ত্ব,
আত্মতত্ত্ব জানে,
কোন মানুষ তোর ঘাড়ে বসে, ডুরি ধরে টানে।
আহসান আলী বলে হারে,
পাঁচ ছয় জন চড়ে ঘাড়ে,
খুঁজলে তা মিলতে পারে, নইলে 'আমি' বলা শেরেক হয়।।