মানুষ-মক্কা গঠেছে সাঁই রব্বানা

মানুষ-মক্কা গঠেছে সাঁই রব্বানা


  মানুষ-মক্কা গঠেছে সাঁই রব্বানা, কুদরতী কারখানা।।

  সবে মিলে যাইগো চ'লে শহর মক্কা-মদীনা ।।

               মক্কার ঘরে সিঁদ দুয়ারে,

		নব কোঠা খিড়কির দ্বারে, 

		আয়না আঁটা মণিপুরে,
					রূপ-নগরে রূপের থানা।
		ছয় লতিফা করলেন জারি, 

		বসাইয়া সারি সারি, 

		মাঝখানে রত্ন-পূরী,
					প্রহরী ষোল জনা ।।
		কালাম-উল্লাহ কাবা-পরে,
		দেল-কাবাতে পয়দা করে,
		জাহের - বাতেন দুই স্তরে,
					কোরান খুলে দেখ না।

		দেল মজ্জিদের ঈশান কোণে, 

		হজ্ব-আরাফা সেইখানে, 

		হাজী সবরে লওরে চিনে, 

						বর্জোখে হজ্ব নিশানা ।।

		মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে, 

		হাজী নামটি লিখে দিয়ে, 

		ঘরে এসে মজা পেয়ে

						ধাক্কা-ধুক্কা ভুলেছ।

		আহসান আলী বলে মূঢ়, 

		নফসের পায়রবী কর, 

		আপনাকে জান বড়

					শয়তানী তোর গেল না।।